লন্ডন: বৃটেনের বেশ কয়েকটি অঞ্চল ঢেকে গিয়েছে মোটা বরফের চাদরে। ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছে সাদা বরফে। শনিবার রাত থেকেই সেখানে জারি করা হয়েছে ভারী তুষারপাতের সতর্কতা। আবহাওয়া দফতরে জানিয়েছে, রবিবার রাতেই বৃটেনের কয়েকটি এলাকায় ৫ থেকে ১০ সেমি পুরু বরফের নিচে চলে যেতে পারে।
আর এতেই পোয়াবারো কচিকাঁচাদের। নর্থাম্বারল্যান্ড, পিক ডিস্ট্রিক্ট, বাক্সটনের মতো এলাকায় ছোট ছোট শিশুরা বরফে স্কেটিং করতে নেমেছে। দেশের প্রান্তিক অঞ্চলগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ৩ ডিগ্রি নিচে তো কী? স্কেট বোর্ড পায়ে বরফচেরার খেলায় মেতে উঠেছে শিশুরা। যদিও ভারী তুষারপতের ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হতে বসেছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দেশের বিভিন্ন সড়কে দেখা গিয়েছে গাড়ির লম্বা লাইন। আবহওয়া দফতর জানাচ্ছে, সোমবার রাতে ইংল্যান্ডের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে -২.৯ ডিগ্রিতে নামতে পারে। - ওয়েবসাইট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান