ঢাকা: বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীরা, তৈরি পোশাক রফতানি করে বর্তমানে যে আয় করেন, আগামী সাত বছরে তা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন।
তারা বলছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫ হাজার কোটি ডলারের পোশাক রফতানি করা সম্ভব।
বর্তমানে আয় হয় বছরে প্রায় ২ হাজার ৪শ কোটি ডলার।
রাজধানী ঢাকায় তিনদিনের একটি অ্যাপারেল সামিটের প্রথম দিনে রোববার পোশাক ব্যবসায়ীদের সমিতি- বিজিএমইর পক্ষ থেকে এই লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করা হয়।
ব্যবসায়ীদের এই লক্ষ্যমাত্রা কতোটা বাস্তবসম্মত?
এই পশ্নে ঢাকার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই লক্ষ্যমাত্রা অবাস্তব নয়।
তিনি বলেন , গত সাত-আট বছরে শত বিপত্তি স্বত্বেও বাংলাদেশের পোশাক রফতানিতে ডাবল-ডিজিট প্রবৃদ্ধি হয়েছে।
"সুতরাং বর্তমানের ২৫ বিলিয়নকে আগামী সাত বছরে ৫০ বিলিয়নে নেওয়া সম্ভব।"
তবে, তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বাড়ানো সহ অবকাঠামোগত সুবিধা তার জন্য জরুরি।
ড. রহমান আরো বলেন, রানা প্লাজা ধসের মত ঘটনায় 'ব্র্যান্ড বাংলাদেশের' যে দুর্নাম হয়েছে তা ঘোচাতে পোশাক শিল্পে যে কাঠামোগত পরিবর্তনের দিয়ে যাচ্ছে তা অবাধ করা অত্যন্ত প্রয়োজন।- বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান