বগুড়া : হঠাৎ করেই উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। একদিন আগেও যেখানে খুব বেশি শীত অনুভূত হয়নি সেখানে রোববার ভোর থেকে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। আকস্মিক শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।
বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলিসিয়াস।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস।
বগুড়া আবহাওয়া অফিসের বেলুন মেকার (বিএম) মীর আব্দুর রউফ জানান, এ মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। তারই পূর্বাভাস হিসেবেই হয়ত হঠাৎ শীতের তীব্রতা বেড়েছে।
বগুড়াসহ উত্তরাঞ্চলে রোববার ভোর থেকেই ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতি বেড়ে যায়। সেই সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। দিনভর সূর্য না ওঠায় সন্ধ্যার পর শীতের তীব্রতা আরও বেড়ে যায়।
হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে বস্ত্রহীন ছিন্নমূল মানুষেরা শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে। শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে এসব দরিদ্র মানুষের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান