যশোর : যশোরে তৃষ্ণা দেবনাথ (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী প্রবীন দেবনাথ।
রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার তৃষ্ণাকে তার স্বামী প্রবীন দেবনাথ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ তৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ রুহুল আমীন জানান, হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা তৃষ্ণার অসুস্থতার কারণ জানতে চাইলে প্রবীন একেকবার একেক উত্তর দেন। কখনো বলেন, পড়ে গিয়েছিলো কখনো বলেন বিষ খেয়েছে, আবার বলেন গলায় দড়ি দিয়েছে। তবে মৃতদেহের গলায় কালো দাগ রয়েছে বলেও জনিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, অসুস্থতার কারণ জিজ্ঞেস করার কিছুক্ষণ পরই প্রবীনকে হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশের ভয়ে তিনি পালিয়েছেন। বর্তমানে মৃতদেহের সঙ্গে কেউ নেই। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সরদার বলেন, যশোর কোতোয়ালী মডেল থানার মাধ্যমে জানতে পেরেছি এ ঘটনায় ইউডি (অপমৃত্যু) মামলা হচ্ছে।
এরপর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলেছি, তিনি যেন নিহত তৃষ্ণার পরিবারের সঙ্গে কথা বলে মর্গ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান