নারায়ণগঞ্জ : এমপি শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার বলায় ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মামলার একমাত্র বিবাদী রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি করেছেন।
রোববার শামীম ওসমানের স্ত্রী সালমা ইসলাম লিপির পক্ষে বাদী হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
মামলায় সাক্ষী করা হয়েছে সালমা ইসলাম লিপি, খালেদ হায়দার কাজল ও অ্যাডভোকেট খোকন সাহাকে।
মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১ জানুয়ারি।
বাদীপক্ষের আইনজীবী আনিসুর রহমান দিপু মামলার বিষয়ে সাংবাদিকদের জানান, শুক্রবার শহরের ২ নং রেলগেটে ত্বকী মঞ্চের সমাবেশে রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, ‘শামীম ওসমান যাকে বিয়ে করেছেন তার বাবা রাজাকার। সেই সূত্রে তার শ্বশুর রাজাকার। ঘরে রাজাকারের সন্তান রেখে শামীম ওসমান অন্যকে রাজাকারের সন্তান বলবে এটা তার মুখে মানায় না। তার উচিত ছিল এ কারণে তার স্ত্রীকে ত্যাগ করা।’ এটাই বাদীর অভিযোগ।
বাদী আরো অভিযোগ করেন, বিবাদী রাব্বি তার বক্তব্যে ওসমান পরিবারকে খুনি পরিবার বলেও আখ্যায়িত করেছেন এতে সালমা ওসমান লিপির মানহানি হয়েছে। তাই তিনি মামলাটি দায়ের করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান