ঢাকা : মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতির দেশব্যাপী বিক্ষোভসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও ১২ ডিসেম্বর দোয়া দিবস এবং ইয়াতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
বিবৃতিতে ডা. শফিক বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের ১২ ডিসেম্বর সরকার তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আব্দুল কাদের মোল্লা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। কিন্তু তাকে হত্যা করার ৩৪৮ দিন পর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ রায়ে রিভিউ মেনটেনেবল বলে উল্লেখ করা হয় এবং ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করার সীমা নির্ধারণ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বে এবং সর্বোচ্চ আদালত কর্তৃক নির্ধারিত ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়েরের আইনি সুযোগ না দিয়ে সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যা করে রাজনৈতিক হত্যাকাণ্ডের এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। সরকারকে জনতার আদালতে এই নির্মম হত্যাকাণ্ডের জন্য একদিন জবাবদিহি করতে হবে।’
জামায়াতের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য তিনি সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।