ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন উন্নয়নের চাকা ঘুরছে, শিল্প কারখানা বাড়ছে, বেকার সমস্যা কমছে। কেউ আর বেকার থাকবেন না।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্টারন্যাশনাল অনলাইন জব ওয়েবসাইটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এনকেও কর্পোরেশন এবং উমিট লিমিটেড (বাংলাদেশ) এর যৌথ উদ্যোগে দেশে প্রথম ইন্টারন্যাশনাল অনলাইন জব ওয়েবসাইট হ্যাপিজবস (happiijobs.com) এর যাত্রা শুরু করলো।
হাসানুল হক ইনু বলেন, তদবির সংস্কৃতি, টেন্ডারবাজি, দলবাজির কুফল থেকে দেশকে রক্ষা করতে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন চাকরির জন্য কেউ আর তদবীর করতে যায় না। ওয়েবসাইটে বসেই যোগ্য ব্যক্তি তার যোগ্য ঠিকানা খুঁজে পাচ্ছে। তারই একটি অংশ হিসেবে এই ওয়েবসাইটি যাত্রা শুরু করল। এর মাধ্যমে দেশ এবং বিদেশে যোগ্য লোককে উপযুক্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে এই সাইটটির মাধ্যমে চাকরিপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। বিশ্বায়নের যুগে এ উদ্যোগ দেশে-বিদেশে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি পণ্য বিক্রির একটি নতুন দ্বার খুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমকেও কর্পোরেশনের (ইউএসএ) প্রেসিডেন্ট নাজমুল কোরেশী, এনআরবির চেয়ারপার্সন শেকিল চৌধুরী, ইউএমআইটি লিমিটেড এর চেয়ারম্যান শামসুল আরেফিন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান