রাজশাহী : রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি জুটমিলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের মাহমুদা আক্তার তানিয়া, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিমা ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শারমিন।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ১৩ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, সমাজকর্ম দ্বিতীয় বর্ষের আদরী, সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের আফিয়া ও মিতা এবং শেষবর্ষের খালেদা, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ফাজিলা ও দ্বিতীয় বর্ষের সেতু, উদ্ভিদবিজ্ঞান শেষবর্ষের লাবনী, অর্থনীতি দ্বিতীয় বর্ষের তুফানী হালদার ও শেষবর্ষের সুমি, ইসলামিক স্টাডিজ শেষবর্ষের মুন্নি, ইসলামের ইতিহাস চতুর্থ বষের শাহীনা সহ আরো অনেকে।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালের ১ নম্বর, ৮ নম্বর ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদেরমধ্যে বেশ কয়েকছাত্রীর অবস্থা বেশ গুরুতর বলে জানান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, রাজশাহী কলেজের ছাত্রীবাহী লাকি পরিবহের একটি বাস (ঢাকা-জ-৩৬৫১) ছাত্রীদের নিয়ে পুঠিয়ার বানেশ্বর যাচ্ছিলো। পথে কাটাখালি জুটমিলের সামনে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইসলাম পরিবহনের একটি বাসের (ঢাকা-জ-১১-০৮৪০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সহাকারী পরিচালক আহসানুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহত ১৬ ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুপুরেই রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হবিবুর রহমান রামেক হাসপাতালে ছুটে যান। এসময় তিনি আহতদের চিকিৎসকার খোঁজখবর নেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান