অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

সোমবার বেরোবিতে মহাসমাবেশের ডাক

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে সোমবার আবারো মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত বুধবার সমস্যা নিরসনে উপাচার্যকে দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে তাদরে দাবিগুলোর সমাধানের কোন উদ্যোগ গ্রহণ না করায় রোববার শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে প্রশাসনিক ভবন বন্ধ এবং সোমবার সর্বাত্মক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ সফল করতে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী সোমবার উপাচার্য পতনের জন্য এক দফা দাবি আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর থেকে পদোন্নতি জটিলতাসহ নানা সমস্যা নিরসনে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি।

ইতোমধ্যে শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে তিন দফায় ১৯ জন শিক্ষক প্রশাসনিক এবং একাডেমিক পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনে সহমত পোষণ করে আন্দোলন করছে চাকরি স্থায়ী না হওয়া ১৫২ কর্মকর্তা ও কর্মচারীরা। একইসাথে বিভিন্ন দাবিতে আন্দোলনরত আছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তাবৃন্দ।

এর ফলে কার্যত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম অকার্যকর হয়ে পড়েছে।

অপরদিকে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রায় ৯০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চলমান আন্দোলনের কারণে ৪, ৫ ও ৬ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংকট নিরসন না হলে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি।

এ ব্যাপারে কথা বললে নীল দলের সভাপতি আপেল মাহমুদ বলেন, ইতোমধ্যে শিক্ষক সমিতির বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিধি অনুযায়ী বাকি সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, শিক্ষক সমিতিকে আলোচনার আহ্বান করা হয়েছে। কেবল সব দাবি আদায় হলেই শিক্ষক সমিতি আন্দোলন থেকে সরে আসবে।

দাবি আদায় না হলে সমাবেশ থেকে উপাচার্য পতনের কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

চলমান আন্দোলন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, শিক্ষক সমিতিকে আলোচনার জন্য লিখিতভাবে বলা হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

সোমবার বেরোবিতে মহাসমাবেশের ডাক

আপডেট টাইম : ০৩:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে সোমবার আবারো মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত বুধবার সমস্যা নিরসনে উপাচার্যকে দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে তাদরে দাবিগুলোর সমাধানের কোন উদ্যোগ গ্রহণ না করায় রোববার শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে প্রশাসনিক ভবন বন্ধ এবং সোমবার সর্বাত্মক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ সফল করতে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী সোমবার উপাচার্য পতনের জন্য এক দফা দাবি আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর থেকে পদোন্নতি জটিলতাসহ নানা সমস্যা নিরসনে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি।

ইতোমধ্যে শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে তিন দফায় ১৯ জন শিক্ষক প্রশাসনিক এবং একাডেমিক পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনে সহমত পোষণ করে আন্দোলন করছে চাকরি স্থায়ী না হওয়া ১৫২ কর্মকর্তা ও কর্মচারীরা। একইসাথে বিভিন্ন দাবিতে আন্দোলনরত আছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তাবৃন্দ।

এর ফলে কার্যত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম অকার্যকর হয়ে পড়েছে।

অপরদিকে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রায় ৯০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চলমান আন্দোলনের কারণে ৪, ৫ ও ৬ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংকট নিরসন না হলে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি।

এ ব্যাপারে কথা বললে নীল দলের সভাপতি আপেল মাহমুদ বলেন, ইতোমধ্যে শিক্ষক সমিতির বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিধি অনুযায়ী বাকি সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, শিক্ষক সমিতিকে আলোচনার আহ্বান করা হয়েছে। কেবল সব দাবি আদায় হলেই শিক্ষক সমিতি আন্দোলন থেকে সরে আসবে।

দাবি আদায় না হলে সমাবেশ থেকে উপাচার্য পতনের কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

চলমান আন্দোলন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, শিক্ষক সমিতিকে আলোচনার জন্য লিখিতভাবে বলা হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যাবে।