সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর ৯ এস হযরত শাহ-আরেফিন (র.) এর মাজার সংলগ্ন এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশের পক্ষে তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। অপরদিকে ভারতের পক্ষে তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৭৩ শিলং বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার একে দুলিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান