বাংলার খবর২৪.কম: এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মধ্যবার্ডায় মেহেদী নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
অপরদিকে আত্মহত্যায় ব্যর্থ হয়েছে ১৯ জন।এরা হলেন- সেলিম, সোমা, উর্মি, লাবনী, সুরভি, হিমেল, শারমিন, রিয়া, মহসিনা, আয়েশা, রুজি, মিজান, সাইফ, মুক্তা নামের দুইজন, মোরসালিন, শরীফ, শাম্মী ও মৃত্তিকা। ঘুমের ওষুধ ও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন তারা।
স্বজনরা জানান, আদনান আলী মেহেদী (১৮) এবারের সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়। বুধবার পরীক্ষার প্রকাশিত ফলাফল আশানুরূপ না হওয়ায় মা মাহমুদা বেগম তাকে বকুনি দেন। এতে অভিমানে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেহেদী। বিকেলে অচেতন অবস্থায় মা মাহমুদা বেগম ও বাবা রফিকুল ইসলাম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকাল ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাদের জানান, হাসপাতালে নেওয়ার আগেই মেহেদীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মেহেদীর লাশ হস্তান্তর করা হয়েছে। মধ্যবাড্ডার প-৭৩/১ নম্বর বাসায় তারা থাকেন। এক ভাই এক বোনের মধ্যে মেহেদী ছোট ছিলো।
আত্মহত্যার চেষ্টার আগে সেলিম তার মায়ের কাছে খাতায় কয়েকটি কথা লিখে রাখেন। সেখানে সেলিম লিখেন- ’মা আমাকে ক্ষমা করে দিও। ইতি- তোমার ব্যর্থ ছেলে।‘ চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ইউসিসি নামের একটি কোচিং সেন্টারে কোচিং করতে আসেন সেলিম। পরীক্ষার ফল পেয়ে হতাশ হয়ে দুপুরে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েন। রুমমেট মনিরুজ্জামান বিষয়টি আঁচ করতে পেরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান