ঢাকা : কোনো চাপে পড়ে ৯০ এ ক্ষমতা হস্তান্তর করিনি বলে জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকেলে কাকরাইলে দলীয় কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ক্ষমতা হস্তান্তরের সময় দেশে কোনো আন্দোলন ছিল না। ঢাকায় তখন আন্দোলন করার মত মানুষই ছিল না। দুই জোট চ্যালেঞ্জ করেছিল ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে। আমি সে চ্যালেঞ্জ গ্রহণ করে ক্ষমতা হস্তান্তর করেছি।
তিনি আরো বলেন, আমি সাংবিধানিকভাবেই ক্ষমতা হস্তান্তর করেছি। সংবিধানের বাইরে কিছু করিনি। ৯০ সালে আমার সরকার অবৈধ ছিল না।