ঢাকা : ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
শনিবার সন্ধ্যায় বিসিবির ওয়েবসাইটে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ঘোষিত দল বিষয়ে বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, 'আমি বিশ্বাস করি বর্তমানে আমাদের হাতে থাকা ক্রিকেটারদের মধ্যে সেরা ৩০ জনকেই আমরা প্রাথমিক দলে ঠাঁই দিতে পেরেছি।'
প্রাথমিক দলে রয়েছেন- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ রিয়াদ, শামসুর রহমান, তামিম ইকবাল, মুক্তার আলী, মার্শাল আয়ুব, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসিকন আহমেদ, নাসির হোসেন, আবুল হাসান রাজু, মোহাম্ম ইলিয়াস, আরাফাত সানি, জিয়াউর রহমান, মো. মিথুন, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, লিটক কুমার দাস, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুভাগত হোম, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, জুবায়ের হোসেন, আল আমিন হোসনে ও মোহাম্মদ শহীদ।
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পরবর্তী বিশ্বকাপ টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান