কক্সবাজার : কক্সবাজারের রেজুনদীর মোহনাস্থ বিজিবি’র বিশেষ চেকপোস্টে চিহ্নিত মানব পাচারকারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া-রামু উপজেলার মধ্যবর্তী উখিয়ার সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে ৬০ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা করেছে বিজিবি। প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানিয়েছে, রেজুনদীর মোহনায় স্থাপিত মানবপাচার রোধে বিজিবির বিশেষ চেকপোস্টে একটি সিএনজি ট্যাক্সি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। ওই ট্যাক্সিতে ছিল প্রশাসনের তালিকাভুক্ত মানবপাচারকারী সোনাপাড়া এলাকার আবু তাহের ও আবুল কালাম।
তল্লাশির কিছুক্ষণ পর এ ২ জনের নেতৃত্বে কিছু লোক বিজিবি চেকপোস্টে এসে হামলা চালায়। এসময় চার বিজিবি সদস্য আহত হয়।
এছাড়া চেকপোস্টটির কিছু অংশও ভাঙচুর করা হয়। পরে দ্রুত হামলাকারীরা পালিয়ে যায়।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইদ জানান, মানব পাচারকারীদের হামলায় চার বিজিবি সদস্য আহত হয়েছে।
এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে ৬০ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।