খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাজপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুল প্রধান শিক্ষক চিংসামং মারমা (৪২) নিহত ও জনসংহতি সমিতির নেতা মংসাথোয়াই মারমা ওরফে জাপান বাবু (৩৮) গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহজাহান জানান, মানিকছড়ি উপজেলার রাজপাড়া এলাকায় স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং মারমা নিহত হন এবং মানিকছড়ি উপজেলা জনসংহতি সমিতির সভাপতি জাপান বাবু গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
আহত জাপান বাবুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন। নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান