লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তায় টাওয়ার জ্বালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার দুপুরে সদর উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ফারুক হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হসাপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আওয়ামী লীগ নেতারা জানায়, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সকালে সদর উপজেলার লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে আসার পথে মোস্তফা মিয়ার দোকানের সামনে পৌঁছায়। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তায় টাওয়ার জ্বালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ ঘটনার জন্য পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিএনপি সমর্থিত সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর সন্ত্রাসীদেরকেই দায়ী করছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন।
তিনি বলেন, ফারুক হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দলীয় কর্মকা- চালিয়ে যাচ্ছেন। সকালে জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীরা ফারুক হোসেনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান