আরব আমিরাত : রাস আল খাইমায় কর্মরত প্রবাসী প্রদিপ ৩ মাসের ছুটিতে বাংলাদেশে এসেছিলেন।
ছুটিতে নিজের পাসপোর্ট ডিজিটাল করেন তিনি। ডিজিটাল করা শেষে আবার তার কমের্র উদ্দেশে পাড়ি জমান রাস আল খাইমাতে।
অনেক আশা আকাঙ্খা নিয়ে আত্মীয়স্বজন ছেড়ে বুকে পাথর বেঁধে এসেও ফেঁসে গেলো রাস আল খাইমা এয়ারপোর্ট।
আগের পাসপোর্ট নম্বর আর ডিজিটাল পাসপোর্ট নম্বরে মিল না থাকায় তাকে বের হতে দিচ্ছেনা এয়ারপোর্ট কমকর্তারা।
তাকে রিসিভ করতে আসা বাহিরে অপেক্ষা থাকা তার স্বজনরা শীর্ষ নিউজকে জানান, সকালের ভেতরে তার আরবাব (স্পন্সর) না আসলে তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।
এমনও হতে পারে তার ভিসা বাতিলও করে দিতে পারে ইমিগ্রেশন।
বাংলাদেশের পাসপোর্ট অফিসের সাধারণ ভুলে ঝরে যেতে পারে কয়েকটি জীবন।