গাজীপুর : টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে টঙ্গী থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সদস্যদের শনিবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে তলব করে ক্লোজড করা হয়।
ক্লোজডকৃতরা হলেন; উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান, কনস্টেবল আবদুল মতিন, হযরত আলী ও আব্দুস সাত্তার।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্বপালনে অবহেলার অভিযোগে ওই চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তিনি আরো জানান, অ্যাম্বুলেন্স আটকে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পেশাদার ছিনতাইকারী এরশাদনগরের বদরুদ্দোজার ছেলে আবুল বাশার বাবু (৩২) ও মিরাজ মিয়ার ছেলে জাবেদ হোসেন (৩০)।
এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৭টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে এসআই আবদুল মান্নান বাদী হয়ে টঙ্গী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর বাঁশপট্টি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান