ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি।
শনিবার রাত আটটায় চেয়ারপারসনের গুলশান বাসভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানকালে বিএনপির সহযোগিতাময় পরিবেশের প্রশংসা করেছেন।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলেন। খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেন বিএনপি যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে অতীতের ন্যায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বর্তমান সর্ম্পক আরো জোরদার হবে।