সিলেট : সিলেট জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ২,৮১০ জন যক্ষা রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ১০২৫ জন নতুন যক্ষা রোগী সনাক্ত করা হয়েছে যার মধ্যে ৫.৬ শতাংশ শিশু।
শনিবার সিলেট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি জেলার কোয়ার্টারলি মনিটরিং সভায় এসব তথ্য জানানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন- যক্ষা নিয়ন্ত্রণের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে বেসরকারি কর্মকর্তাদের সচেষ্ট হতে হবে।
তিনি আরো বলেন, নগরায়নের ফলে প্রচুর ভাসমান লোক নগরীতে আসেন, যক্ষা নিয়ন্ত্রণে এসব বিষয়ে নজর দিতে হবে। এছাড়াও তিনি অচিরেই এমটি ল্যাব এবং টিএলসি এ স্বল্পতারোধে প্রয়োজনীয় উদ্যোগ এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী লোক নিয়োগের কার্যক্রম শুরুর আশ্বাস প্রদান করেন।
সিভিল সার্জন অফিসার ডা. সিরাজুল মুনির (রাহেল)-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিবি ও লেপ্রসী এর লাইন ডাইরেক্টর ডা. মো. কামরুল ইসলাম ও স্বাস্থ্য বিভাগ, সিলেট এর পরিচালক স্বাস্থ্য ডা. মামুন পারভেজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; থানা স্বাস্থ্য ও প.গ ডা. সহিদ আনোয়ার, ডা. হিমাংশু রায়, ডা. শাহ, ডা. এস এম ফরিদুল ইসলাম লতিকা, ডা. শেখ ইমদাদুল্লাহ নয়ন, ডা. মো হাবিবুর রহমান, ডা. পরশ মোহন সিনহা, ডা. রবীন্দ্র দেব প্রমুখ।