কক্সবাজার : কক্সবাজারের বহুল আলোচিত ৫১ একর সরকারি কর্মচারী আবাসন প্রকল্প এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফিসহ ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মিছিল করেছে কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, দৈনিক সংবাদের প্রতিনিধি প্রিয়তোষ পাল পিন্টু, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, আবদুল কুদ্দুস রানা, আয়াছুর রহমান, জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।
সভা শেষে সাংবাদিক হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করা হয়। সভা ও মিছিল থেকে হামলাকারীদের আটকের দাবি জানানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান