মাগুরা : মাগুরা জেলার শালিখা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আড়পাড়া বাজারে মাগুরা-যশোর সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরা।
শনিবার দুপুরে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে শালিখা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে সরিয়ে দিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
পদবঞ্চিত ছাত্রলীগ নেতা ছবির হোসেন, বিপ্লব ও কুবাদ হোসেন জানান, অনিয়মতান্ত্রিক ভাবে একটি প্রভাবশালী মহল শালিখা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে তা সাধরণ ছাত্রলীগ কর্মীদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। যা সাধারণ কর্মীরা মানতে রাজি নয়। যে কারণে ঐ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবি মানা না হলে পরবর্তিতে তারা কঠিন কর্মসূচি গ্রহণ করবে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ছাত্রলীগ কর্মীরা দ্বিধা বিভক্ত হওয়ায় নতুন গঠিত আহ্বায়ক কমিটি মানতে নারাজ হওয়ায় তারা আজ সড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে তা নিরসন হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান