ঢাকা : ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জেএমবি নেতা শাহনূর আলমকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রূপী পুরস্কার ঘোষণা করেছে এনআইএ।
শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে বার্তা সংস্থা পিটিআই খবর প্রকাশ করেছে।
কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ভারতের জেএমবির অর্থের যোগানদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তিনি ডক্টর নামেও পরিচিত। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রূপী পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।
গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে শাহনূরের খোঁজ করছিল এনআইএ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান