পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব-৮।
শুক্রবার রাত ১২ টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
এ বোমাগুলো উদ্ধারের সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়জুল ইসলাম মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালী বাজারের মাঝামাঝি স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘরে রাখা বোমাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমা ৪ ইঞ্চি গোলাকার ও ৬ ইঞ্চি লম্বা আকৃতির। বোমাগুলো ওই স্থানে কারা রেখেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
তবে এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানায় র্যাব।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান