দিনাজপুর : দিনাজপুরের বোঁচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর হানাদার মুক্ত দিবস আজ।
বোঁচাগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে শনিবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করছে।
১৯৭১ সালের এই দিনে বোঁচাগঞ্জ উপজেলার ১১৬ জন মুক্তিযোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে দখলদার পাকহানাদার বাহিনী বোঁচাগঞ্জ ছেড়ে পালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুরে আশ্রয় নেয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকহানাদার মুক্ত হয় দিনাজপুরের এই উপজেলা।
এই যুদ্ধে পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত হন মুক্তিযোদ্ধা এমনামুল হক, আবুল হাসেম, চিনিরাম দেবশর্মাসহ অনেকে।