ব্রাহ্মণবাড়িয়া : আগরতলা স্থলবন্দরে সমন্বিত চেকপোস্ট পরিদর্শনে ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর আসবেন। এ উপলক্ষে আজ শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা লুৎফর রহমান জানান, আগরতলা স্থলবন্দর কাস্টমস কর্তৃকপক্ষ শনিবারের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখায় আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, আগরতলা স্থলবন্দরে সমন্বিত চেকপোস্ট পরিদর্শনে ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর আসার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে আগরতলার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু থাকবে।