ঢাকা : নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের কর্মসূচিতে দুর্নীতির বিরোধীতা থাকবে। দুর্নীতি ও অপশাসনের কারণেই মুক্তিযুদ্ধের বিজয় জনগণের বিজয়ে উন্নীত হয়নি। ইতিমধ্যে ঘোষিত বিজয় দিবসের গণমিছিল ও রাজধানীর প্রতিটি থানায় দুর্নীতি বিরোধী কর্মসূচি পালনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সভায় সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক অবস্থা সম্পর্কে মান্না বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের গঠিত সংসদ, সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এর মধ্যে আমাদের দুর্নীতি বিরোধী কর্মসূচির প্রচারণা ও অবস্থান কর্মসূচি মানুষের মনে নাড়া দিয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর যে পায়তারা চলছে তার পেছনেও দুর্নীতি, লুটপাট কাজ করেছে। নাগরিক ঐক্য’র মূল এজেন্ডা নাগরিক অধিকার ও গণতন্ত্র। এ অবস্থায় দুর্নীতি বিরোধী কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি আরো বলেন, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিরোধী দল বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ অবস্থায় জনগণের সামনে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নাগরিক ঐক্যকেই দাঁড়াতে হবে। এজন্য গণকার্যক্রম বাড়াতে হবে।
এরপর সভায় রাজধানী ও বাইরের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান