নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিকাশ এজেন্ট মো. এনামুল হককে (৩৮) গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার সাউদপাড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. এনামুল হককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার আইথর গ্রামের তৈয়ব আলীর ছেলে এনামুল হক বৃহস্প্রতিবার রাতে কেন্দুয়ার বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে টাকা কালেকশন করে রিকসাযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর এলাকার সাউদপাড়া নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেলযোগে ছদ্মবেশী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ডগুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে বিকাশ এজেন্ট মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এনামুলের বুকে ও পেটে তিনটি গুলি বিদ্ধ হয় বলে পারিবারিক সূত্র জানায়।
এনামুলের ভাগিনা ব্যবসায়ী ওয়াসিম জানান, ব্যাংক ও বিভিন্ন এজেন্টের দোকান থেকে প্রায় তিন লাখ টাকা কালেকশন করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেবের অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল দেয়ার পরেও রিসিভ না করায় তাকে পাওয়া যায়নি।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে। তবে দুর্বৃত্তদের পরিচয় জানা সম্ভব হয়নি।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান