রংপুর: চারদিকে অশান্তি আর দেশ রসাতলে গেছে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে তিনি বলেছেন, চার বছর আগে হোক, পরে হোক নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে বিএনপি বিলীন হয়ে যাবে। তখন শুধু থাকবে জাতীয় পার্টি।
শুক্রবার বিকালে রংপুর মহানগরীর হারাটী হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশ রসাতলে গেছে। চারদিকে অশান্তি। আওয়ামী লীগ-বিএনপি খুনোখুনিতে ব্যস্ত। মানুষ শান্তি চায়। এই দুই দলের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায় মানুষ।”
জাপার চেয়ারম্যান বলেন, “নির্বাচন হবে। কিন্তু কবে হবে আমি জানি না। চার বছর আগে হোক আর পরে হোক, নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে খালেদা জিয়ার বিএনপি বিলীন হয়ে যাবে। কোনো দল আর দাঁড়াতে পারবে না। তখন শুধু জাতীয় পার্টি থাকবে।”
প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, “আমরা কোন দেশে বাস করছি! আমি জীবনে শুনিনি প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। সরকার ব্যর্থ প্রশ্নপত্র ফাঁস রোধে। তারা উল্টো কোমলমতি শিশুদের এই বয়সেই নকল করা শেখাচ্ছে।”
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্যসচিব ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব এস এম ইয়াসির, শ্রমিক নেতা শামসুল আলম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান