ঝিনাইদহ: শিল্পমন্ত্রীর উদ্বোধনের এক ঘণ্টা পরই বন্ধ হয়ে গেল ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল (মোচিক)।
উদ্বোধনের এক ঘণ্টা পর টারবাইনের (মিলহাউজ) যান্ত্রিক ত্রুটির কারণে মোচিক বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দক্ষ শ্রমিক না থাকায় আট ঘণ্টা পরও মিলটি সচল করতে পারেনি মোচিক কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
মোবারকগঞ্জ চিনিকলের কারখানা ব্যবস্থাপক নওশের উজ্জামান জানান, দুপুর ১২টার পর মিলটি বন্ধ হওয়ার পর এখনো পর্যন্ত জানা যায়নি কেন ব্রেক ডাউন হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে টারবাইন মিল হাউজের মধ্যে আখ মাড়াইয়ের একটি রোলার ভেঙে গেছে।
তিনি আরো জানান সম্প্রতি বছরগুলোতে দক্ষ শ্রমিকরা অবসরে যাওয়ায় দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। যে কারণে মিলটি সচল করা সম্ভব হচ্ছে না। এছাড়া মিলটি চালু করার জন্য রাতেই অবসরপ্রাপ্ত দক্ষ শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে মিলটি কখন চালু করা সম্ভব হবে তাও বলতে পারছে না দায়িত্বরত কর্মকর্তারা।
সাধারণ শ্রমিকরা অভিযোগ করেন চলতি মাড়াই মৌসুমের আগে জৈষ্ঠতা উপেক্ষা করে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘুষ বাণিজ্যের মাধ্যমে এক শ্রমিককে টারবাইন (মিলহাউজ) এ ফোরম্যান হিসেবে নিয়োগ দেয়। যার কারণেই মিলের শুরুতেই যন্ত্রপাতি ঠিকমতো সেটআপ না হওয়ায় এই সমস্যা হয়েছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মিল এখনো সচল করতে পারেনি কর্তৃপক্ষ।