ফারুক আহাম্মেদ সুজন : বাংলাদেশ থেকে ১২ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক এ ঘোষণা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।
সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বিকেলে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, তিস্তা সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদ দমনে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সার্ক শীর্ষ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে। আমাদের অনেকগুলো প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান