অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

‘জিএসপি নয়, সুপার জিএসপি’র জন্য প্রচেষ্টা চালানো উচিত’

ঢাকা: তৈরি পোশাকখাতের পণ্য রফতানির ক্ষেত্রে শুধু জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন আরএমজি (রেডি মেইড গার্মেন্টস) ক্লাব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে আরএমজির ক্লাবের সমন্বয়ক সুলতানা বেগম বলেন, বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে সমাদৃত। অথচ পোশাক রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের জিএসপি সুবিধা তুলে নিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “উন্নত দেশগুলোর সঙ্গে শুধু জিএসপির সুবিধার জন্য লবিং না করে সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত। কারণ এখন আমরা জিএসপি নয় সুপার জিএসটির দাবি জানাচ্ছি।”

অভিযোগ করে সুলতানা বলেন, “বিদেশি বায়াররা দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। অথচ বাংলাদেশের নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বরাবরই বঞ্চিত হচ্ছে।”

এ সময় যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইউরোপীয়ান ইউনিয়নসহ সব উন্নত দেশকে বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে বাধ্য করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

অবিলম্বে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্স শ্রমিক ও কারখানার নিরাপত্তার নামে কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করছে। এমনকি বন্ধ হয়ে যাওযা কারখানাগুলো শ্রুম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না। এ বিষয়ে এই সংগঠন দুইটি কোনো ভূমিকা নিচ্ছে না।”

মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য লাভলি ইয়াসমীন, শাহিদা সরকার, শামিম আক্তার শিরিন, রাবেয়া সুলতানা রানি, জান্নাত ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, কামরুন নাহার, মো. ইলিয়াস, শারমিন আখতার, জ্যোস্না আকতার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

‘জিএসপি নয়, সুপার জিএসপি’র জন্য প্রচেষ্টা চালানো উচিত’

আপডেট টাইম : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪

ঢাকা: তৈরি পোশাকখাতের পণ্য রফতানির ক্ষেত্রে শুধু জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন আরএমজি (রেডি মেইড গার্মেন্টস) ক্লাব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে আরএমজির ক্লাবের সমন্বয়ক সুলতানা বেগম বলেন, বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে সমাদৃত। অথচ পোশাক রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের জিএসপি সুবিধা তুলে নিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “উন্নত দেশগুলোর সঙ্গে শুধু জিএসপির সুবিধার জন্য লবিং না করে সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত। কারণ এখন আমরা জিএসপি নয় সুপার জিএসটির দাবি জানাচ্ছি।”

অভিযোগ করে সুলতানা বলেন, “বিদেশি বায়াররা দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। অথচ বাংলাদেশের নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বরাবরই বঞ্চিত হচ্ছে।”

এ সময় যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইউরোপীয়ান ইউনিয়নসহ সব উন্নত দেশকে বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে বাধ্য করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

অবিলম্বে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্স শ্রমিক ও কারখানার নিরাপত্তার নামে কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করছে। এমনকি বন্ধ হয়ে যাওযা কারখানাগুলো শ্রুম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না। এ বিষয়ে এই সংগঠন দুইটি কোনো ভূমিকা নিচ্ছে না।”

মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য লাভলি ইয়াসমীন, শাহিদা সরকার, শামিম আক্তার শিরিন, রাবেয়া সুলতানা রানি, জান্নাত ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, কামরুন নাহার, মো. ইলিয়াস, শারমিন আখতার, জ্যোস্না আকতার প্রমুখ।