বাংলার খবর২৪.কম,ডেস্ক : বিশ্বব্যাপী কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে সৌদি আরব জাতিসংঘকে ১০ কোটি ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছে।
সৌদি আরব এমন সময় এই বিপুল অর্থ অনুদান দিল যখন তার প্রতিবেশি ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা সুন্নী যোদ্ধারা দখল করে নিয়েছে এবং সেখানে খেলাফত ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদিল আল জুবায়ের বুধবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে ১০ কোটি ডলারের একটি চেক হস্তান্তর করেছেন।
জাতিসংঘ মহাসচিব তার অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানকে স্বাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং অঞ্চলে সন্ত্রাসের সাম্প্রতিক অভ্যুত্থান, বিশেষ করে নাটকীয়ভাবে আইএসআইএস যোদ্ধাদের সিরিয়া ও ইরাকের বেশ কিছু অঞ্চল দখল আমাদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর এটা তখনই নির্মুল করা যাবে যখন সবগুলো দেশ এবং তাদের জনগণ তা করার জন্য ঐক্যবদ্ধ হবে।
‘আমরা বিশ্বাস করি সন্ত্রাস বিরোধী যুদ্ধে বিশ্বব্যাপী প্রচেষ্টাগুলো বাস্তবায়ন করতে জাতিসংঘ একটি শক্তিশালী এবং কার্যকর ভূমিকা রাখতে পারবে’ সৌদি রাষ্ট্রদূত যোগ করেন।
এছাড়া সৌদি বাদশাহ আব্দুল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে একটি আন্তর্জাতিক সেন্টার প্রতিষ্ঠার জন্য আরো ১ কোটি ডলার দিয়েছেন। ২০১১ সালে জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে এ আন্তর্জাতিক সেন্টারটি নির্মাণের কাজ শুরু হয়েছে। সৌদি বাদশা মূলত ইরাক, সিরিয়া এবং ফিলিস্তিনের মুসলিম যোদ্ধাদের র্নিমুল করার জন্য ইসলামের দুশমন কূফরী শক্তিকে সহায়তা দান করলো।আল কুফরো মিল্লাতে অহেদা (গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা এক জাতী)।দুনিয়া ব্যাপী দেশে দেশে স্বাধীনতা এবং মুক্তির আন্দোলন চলছে। ইসলাম ছাড়া অন্য ধর্মালম্বিরা যখন বিচ্ছিন্নবাদী লড়াইয়ে নামে তখন তাদেরকে বলা হয় স্বাধীনতাকামী। এমনকি মিয়ানমারে বৌদ্ধভিক্ষুরা যখন নিজ হাতে আরাকানের মুসলিম নিধনযজ্ঞ চালায় তখনও বিশ্ব বিবেক নিরব থাকে। গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলার পরও বিশ্ব বিবেকের টুশব্দটি পর্যন্ত করছে না। এক সমযে আরব বসন্তের নামে ইরাক, লিবীয়ার সরকার উতখাতে বিদ্রোহীদের সার্বিক ভাবে সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট ও তার মিত্ররা। আজকে সেই সব দেশে মার্কিন মদদপূষ্ট যোদ্ধারাই যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য জিহাদ অবতীর্ন হয়েছে তখনই ইহুদী নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলী মুসলিম যোদ্ধাদেরকে জঙ্গি ও সংন্ত্রাসী বিষেশনে আখ্যায়িত করছে। মুসলমানদের অভিভাবক পবিত্র দুই নগরীর হেফাযত কারী সৌদি বাদশাও কথিত সন্ত্রাস দমনে বিপুল পরিমান আর্থিক সহায়তা দিয়ে মুসলমান ভাইদের হত্যায় শরীক হলেন।মহান আল্লাহ সৌদি বাদশার ভ্রাতৃহত্যার বিষয়টি দেখবেন।