ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পরেও জীবিত থাকার কারণে বিপাকে পড়েছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: মুশফিকুর রহমান এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্যে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে এ রিপোর্ট জমা দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সী এক নারীকে নিয়ে ঘটে আপত্তিকর এ ঘটনা।
ঢামেকের উপ-পরিচালক ডা: মুশফিকুর রহমান জানান, এই ঘটনায় দায়িত্বরত কোন ডাক্তার দোষী প্রমাণীত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান