অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

বদলে যাবে ৪০০ হাজার বছরের মানব ইতিহাস

লন্ডন : হাজার হাজার বছর আগের মানব ইতিহাসের অজানা তথ্য নিয়ে যে সব স্বীকৃত আবিস্কার ইতিমধ্যে আবিস্কৃত হয়ে আছে, সেই সব প্রচলিত ধ্যান ধারণা, মানব ইতিহাসের প্যাটার্ন, অরিজিন, আর্ট সব কিছুকে বদলে দিচ্ছে সাম্প্রতিক সময়ের এক আবিস্কার।

অস্ট্রেলিয়ার একদল গবেষক ৫৪০ হাজার বছরের পুরনো নতুন এক আবিস্কারের সন্ধান লাভ করেছেন। তারা এমন এক কঙ্কাল, মাথার খুলি, প্রাণীর শেল, হাড়ের সন্ধান পেয়েছেন যা দেখে মূলত এমন কথাই ভাবা হচ্ছে।

কঙ্কাল, হাড়, শেল, মাথার খুলির মধ্যাকার খোদাইকৃত প্যাটার্ন, জিগ-জাগ যা ৩০০ হাজার বছরের পুরনো অথচ আগের পাওয়া তথ্যের সঙ্গে সদৃশ হলেও বলা হচ্ছে একেবারেই নতুন। মানব ইতিহাসের আগের প্যাটার্ন ১০০ হাজার বছরের পুরনো ছিলো।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.স্টিফেন মনরো ন্যাচার সাইন্স জার্নালকে বলেছেন, আমরা প্রথমবারের মতো এমন স্পেসিসের হিউম্যান লাইনেজ (হোমো ইরেকটাস) আচরণ আবিস্কার করেছি, যা মানব ইতিহাস পুনরায় লেখা হবে। ড.স্টিফেন মনরো এই শেল প্রথম আবিস্কার করেন।

ড.স্টিফেন মনরো শেল, খুলি, হাড়ের সঙ্গে যে রক পেয়েছেন তার সঙ্গে সাম্প্রতিক সময়ে স্পেসিস এবং হিউম্যান বিষয়ে আবিস্কৃত থিওরি ও এনগ্রেভিং এর সঙ্গে পার্থক্য রয়েছে।

নেদারল্যান্ডসে যে রক ও অন্যান্য সামগ্রীর কালেকশন রয়েছে তা প্রায় ১০০ হাজার বছর পুরনো। ড. স্টিফেন সেগুলো পরিদর্শনে গেলে কালেকশন এবং হাজার বছরের পেছনের ইতিহাসের যে সব চিত্র সেখানে রয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে তারতম্য দেখতে পান। যাকে ড. স্টিফেন আর কোনো ব্যাখ্যা দেয়ার মতোও নয় বলেছেন।

তখন একদল গবেষক ড.স্টিফেন মনরোর আবিস্কৃত শেল, খুলি, হাড়, রক ইত্যাদি নিয়ে ব্যাপক পরিসরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল এসবের বয়স, সময়, কাল ইত্যাদি বের করা। গবেষক দল এ সিদ্ধান্তে পৌঁছেন যে এগুলো প্রায় ৪৩০ হাজার থেকে ৫৪০ হাজার বছরের পুরনো। তবে এই শেলের বিশেষ বৈশিষ্ট হল কোনো ধরনের ভাঙ্গাভাঙ্গি না করেই এটি খোলা যায় ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

বদলে যাবে ৪০০ হাজার বছরের মানব ইতিহাস

আপডেট টাইম : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪

লন্ডন : হাজার হাজার বছর আগের মানব ইতিহাসের অজানা তথ্য নিয়ে যে সব স্বীকৃত আবিস্কার ইতিমধ্যে আবিস্কৃত হয়ে আছে, সেই সব প্রচলিত ধ্যান ধারণা, মানব ইতিহাসের প্যাটার্ন, অরিজিন, আর্ট সব কিছুকে বদলে দিচ্ছে সাম্প্রতিক সময়ের এক আবিস্কার।

অস্ট্রেলিয়ার একদল গবেষক ৫৪০ হাজার বছরের পুরনো নতুন এক আবিস্কারের সন্ধান লাভ করেছেন। তারা এমন এক কঙ্কাল, মাথার খুলি, প্রাণীর শেল, হাড়ের সন্ধান পেয়েছেন যা দেখে মূলত এমন কথাই ভাবা হচ্ছে।

কঙ্কাল, হাড়, শেল, মাথার খুলির মধ্যাকার খোদাইকৃত প্যাটার্ন, জিগ-জাগ যা ৩০০ হাজার বছরের পুরনো অথচ আগের পাওয়া তথ্যের সঙ্গে সদৃশ হলেও বলা হচ্ছে একেবারেই নতুন। মানব ইতিহাসের আগের প্যাটার্ন ১০০ হাজার বছরের পুরনো ছিলো।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.স্টিফেন মনরো ন্যাচার সাইন্স জার্নালকে বলেছেন, আমরা প্রথমবারের মতো এমন স্পেসিসের হিউম্যান লাইনেজ (হোমো ইরেকটাস) আচরণ আবিস্কার করেছি, যা মানব ইতিহাস পুনরায় লেখা হবে। ড.স্টিফেন মনরো এই শেল প্রথম আবিস্কার করেন।

ড.স্টিফেন মনরো শেল, খুলি, হাড়ের সঙ্গে যে রক পেয়েছেন তার সঙ্গে সাম্প্রতিক সময়ে স্পেসিস এবং হিউম্যান বিষয়ে আবিস্কৃত থিওরি ও এনগ্রেভিং এর সঙ্গে পার্থক্য রয়েছে।

নেদারল্যান্ডসে যে রক ও অন্যান্য সামগ্রীর কালেকশন রয়েছে তা প্রায় ১০০ হাজার বছর পুরনো। ড. স্টিফেন সেগুলো পরিদর্শনে গেলে কালেকশন এবং হাজার বছরের পেছনের ইতিহাসের যে সব চিত্র সেখানে রয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে তারতম্য দেখতে পান। যাকে ড. স্টিফেন আর কোনো ব্যাখ্যা দেয়ার মতোও নয় বলেছেন।

তখন একদল গবেষক ড.স্টিফেন মনরোর আবিস্কৃত শেল, খুলি, হাড়, রক ইত্যাদি নিয়ে ব্যাপক পরিসরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল এসবের বয়স, সময়, কাল ইত্যাদি বের করা। গবেষক দল এ সিদ্ধান্তে পৌঁছেন যে এগুলো প্রায় ৪৩০ হাজার থেকে ৫৪০ হাজার বছরের পুরনো। তবে এই শেলের বিশেষ বৈশিষ্ট হল কোনো ধরনের ভাঙ্গাভাঙ্গি না করেই এটি খোলা যায় ।