(টঙ্গী), গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটক করে নিহত ব্যক্তির স্বজনদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি মোবাইল সেট এমনকি মৃত্যুর সনদপত্রসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ একটি মোবাইল সেট ও হাসপাতাল থেকে প্রদত্ত ডেথ সার্টিফিকেট নিহত ব্যক্তির বাড়িতে ফেরত দিয়ে আসে। পুলিশের উপস্থিতিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন।
জানা গেছে, টঙ্গী বাটা সু কোম্পানির সাবেক কর্মচারী শাহজাহান তালুকদার বৃহস্পতিবার রাত ১টায় রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত শাহজাহানের ছোট ভাই রাজিব জানান, তারা রাত ২টায় একটি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে টঙ্গীর সাতাইশ এলাকায় তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অ্যাম্বুলেন্সে নিহতের স্ত্রী, বোন, ভাইসহ মোট ৮ জন ছিলেন। রাত ৩টায় চালক ভুল করে টঙ্গীর সাতাইশ রোড অতিক্রম করে প্রায় আধা কিলোকিটার দূরে চলে যায়। সেখান থেকে সাতাইশ রোডে ঢোকার জন্য গাজীপুরা বাঁশপট্টি এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় রামদা, ছোরাসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত ৪-৫ জন ছিনতাইকারী তাদের অ্যাম্বুলেন্সটি ঘিরে ফেলে। ছিনতাইকারীরা এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নিহতের স্ত্রী ও বোনের ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল এবং পুরুষদের পকেট হাতিয়ে নগদ ১০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও নিহতের ডেথ সার্টিফিকেট ছিনিয়ে নেয়। অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই টহল পুলিশের এসআই আব্দুল মান্নান নিহতের ছোট ভাই রাজিবের মোবাইল ও ডেথ সার্টিফিকেট বাড়িতে ফেরত দিয়ে আসে।
এব্যাপারে এসআই আব্দুল মান্নানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমরা ঘটনাস্থলের বিপরীত পাশে ছিলাম। সাথে সাথে আমরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করি। আমাদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা একটি মোবাইল সেট ও ডেথ সার্টিফিকেট ফেলে রেখে যায়। পরে আমি এগুলো নিহতের বাড়িতে পৌঁছে দিয়েছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান