ঢাকা: চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি দলটি।
ইসলামী আন্দোলনের পূর্বনির্ধারিত সমাবেশ করতে বাধা দিলে রোববার হরতালের ঘোষণা দিয়েছে দলটি। শেষ চেষ্টায়ও সমাবেশ করতে না পারলে রোববার হরতাল হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত পুলিশের এসআই জাকারিয়া জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন প্রণয়নের দাবিতে শুক্রবার বাদ জুমা মহাসমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান