বাংলার খবর২৪.কম.বরগুনা : বরগুনা থেকে ৫ মাস আগে অপহৃত স্কুল ছাত্রী চট্টগ্রামের হালিশহরের মাজার এলাকা থেকে উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ।
এ সময় অপহরণকারী আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আল-আমিনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মা নগর এলাকায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক (পিপিএম) জানান, গত ১৭ই মার্চ প্রাইভেট পড়তে যাবার সময় বরগুনার কুমড়াখালী এলাকার খোকন মিয়ার মেয়ে ফারহানা আক্তার রিয়াকে অপহরন করে নিয়ে যায় আল-আমিন।
গত ২ জুলাই এ ব্যাপারে ফারহানার মা মোসাম্মদ খালেদা বেগম বাদী হয়ে বরগুনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে ১৩ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরনকারীকে গ্রেফতার করে।