ঢাকা : বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে “বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে”। এ খবর আদৌ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত এ সংবাদটি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার কোন সত্যতা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রনোদিত হয়ে এ সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে দেয়া বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শামীমুর রহমান শামীমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
মির্জা ফখরুল এ ধরনের মিথ্যা খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল গণ্যমাধ্যম ও জনসাধারণকে আহ্বান জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান