বাংলার খবর২৪.কম,কিশোরগঞ্জ : জেলার পাকুন্দিয়ায় অপহরণের দু’দিন পর মোঃ সাকিবুল হাসান টুটুল (১২) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) ভোরে উপজেলার চরকাউনা গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
টুটুল চরকাউনা মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুলে ৪র্থ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। সে পাকুন্দিয়ার জাংঙ্গালীয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট স্কুল ছুটি শেষে সহপাঠিদের সঙ্গে বাড়ি যাবার পথে স্থানীয় নয়াবাজার নামক স্থান থেকে সে অপহৃত হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন রাত পৌনে ১০টার দিকে টুটুলের মায়ের মোবাইল ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। এবং মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ওইদিন রাত ১১টায় তার বাবা কামাল উদ্দিন এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশের একটি টিম ওই রাতে এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন সোহাগ, ডালিমসহ চারজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চরকাউনা গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় টুটুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ও (ওসি তদন্ত) মোঃ সামছুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান