অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতিকে অব্যাহতি

রাবি : যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদারকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান মজুমদার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক।

ছাত্রীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি।

এছাড়া অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে ইতোমধ্যে কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিভাগের সূত্র থেকে জানা যায়, গত অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী কামরুল হাসানের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে।

কমিটির সূত্রে জানা গেছে, কামরুল হাসান মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকার আপত্তিকর প্রস্তাব দিয়েছিলো। প্রস্তাবে রাজি হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক বানিয়ে দেওয়ারও লোভ দেখান। কিন্তু ওই ছাত্রী এই ঘৃণ্য প্রস্তাব প্রত্যাখান করেন।

ওই ছাত্রী অভিযোগ করেন, প্রথমদিকে তিনি শিক্ষককে নানাভাবে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষক দিন দিন যৌন হয়রানির মাত্রা বাড়াতে থাকেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন। পরে উপায় না দেখে তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে প্রমাণসহ ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগীয় সভাপতির কাছে পাঠানো হয়। অভিযোগের অনুলিপি পেয়ে গত ৩০ নভেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভা ডাকা হয়।

সভায় অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণার তত্ত্ববাধানসহ সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী তিনি শুধু ক্লাশে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু কোনো মন্তব্য করতে রাজি না হলেও ওই শিক্ষকের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া শীর্ষ নিউজকে বলেন, অভিযোগটি পাওয়ার পর সেটির সত্যতা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। –

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতিকে অব্যাহতি

আপডেট টাইম : ০৩:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪

রাবি : যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদারকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান মজুমদার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক।

ছাত্রীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি।

এছাড়া অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে ইতোমধ্যে কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিভাগের সূত্র থেকে জানা যায়, গত অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী কামরুল হাসানের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে।

কমিটির সূত্রে জানা গেছে, কামরুল হাসান মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকার আপত্তিকর প্রস্তাব দিয়েছিলো। প্রস্তাবে রাজি হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক বানিয়ে দেওয়ারও লোভ দেখান। কিন্তু ওই ছাত্রী এই ঘৃণ্য প্রস্তাব প্রত্যাখান করেন।

ওই ছাত্রী অভিযোগ করেন, প্রথমদিকে তিনি শিক্ষককে নানাভাবে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষক দিন দিন যৌন হয়রানির মাত্রা বাড়াতে থাকেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন। পরে উপায় না দেখে তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে প্রমাণসহ ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগীয় সভাপতির কাছে পাঠানো হয়। অভিযোগের অনুলিপি পেয়ে গত ৩০ নভেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভা ডাকা হয়।

সভায় অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণার তত্ত্ববাধানসহ সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী তিনি শুধু ক্লাশে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু কোনো মন্তব্য করতে রাজি না হলেও ওই শিক্ষকের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া শীর্ষ নিউজকে বলেন, অভিযোগটি পাওয়ার পর সেটির সত্যতা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। –