গাইবান্ধা : হত্যার পর লাশ গুম করে রাখা ব্যক্তিকে ৩ মাস ২৬ দিন পর জীবিত অবস্থায় কলিম উদ্দিন (৩৫) কে আটক করেছে গাইবান্ধার সাদুল্যাপুর থানার পুলিশ। তিনি সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা শহর থেকে পুলিশ তাকে আটক করেছে।
সাদুল্যাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, কলিম উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী সোহাগী বেগমের বাবা ও তিন ভাইকে শায়েস্তা করতে প্রতারণার আশ্রয় নেয়। গত ৯ সেপ্টেম্বর কলিম উদ্দিনকে হত্যা করে লাশ গুম করা হয়েছে মর্মে অভিযোগ তুলে ২৮ সেপ্টেম্বর গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে প্রথম স্ত্রী ময়না বেগম। মামলায় দ্বিতীয় স্ত্রী সোহাগী বেগমের বাবা ও তিন ভাইকে আসামি করা হয়েছে। পরে আদালতের নির্দেশে ৩ নভেম্বর এটি নিয়মিত মামলা হিসেবে সাদুল্যাপুর থানার এফআইআর ভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্যাপুর থানার উপ-পুলিশ কর্মকর্তা মুহাম্মদ খুররম জানান, প্রাথমিক তদন্তেই ঘটনাটি সাজানো বলে ধারণা হয়েছে। তাই কলিম উদ্দিনকে আটক করতে সোর্স নিয়োগ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন করতে কলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।