ঢাকা : রাজধানীতে তীব্র পরিবহন সংকটের সুযোগ নিচ্ছে একটি প্রতারক চক্র। এরা অফিস ছুটির সময় গাড়ি নিয়ে রাস্তায় চলে আসে। বিভিন্ন বাসস্টান্ডে দাঁড়িয়ে অফিস ফেরত ও ঘরমুখো পথচারীদের গাড়িতে তুলে। এরপর গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে টাকা-পয়সা, মোবাইলসহ সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী ছিনতাই করে ফাঁকা জায়গায় নামিয়ে দেয়। এমনই একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১। চক্রটি টঙ্গী, উত্তরা, খিলক্ষেত, শেওড়াপাড়া, কাকলী, বনানী, জিয়া-কলোনী এবং বিমানবন্দরে অভিনব কায়দায় ছিনতাই করে আসছিল।
বুধবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৬ সদস্যকে অস্ত্র-গোলাবারুদ ও গাড়িসহ আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম সাগর (৩২), মো. হানিফ ভূঁইয়া (৩৫), মো. এনামুল হক মিন্টু (৪৯), মো. শফিক (৩০), মো. মনিরুজ্জামান ফকির (৩২) ও মো. ফারুক (৩৮)।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, চক্রটি কখনো যাত্রীদের জিম্মি করে তাদের সঙ্গে থাকা ডেবিট কার্ড এর গোপন নম্বর নিয়ে এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে নিত। এছাড়াও তারা প্রাইভেটকারে যাত্রীদের উঠিয়ে মুক্তিপণ হিসেবে তাদের আত্মীয়-স্বজনদের মোবাইল ফোন নম্বার সংগ্রহ করতো। পরে নির্ধারিত বিকাশ একাউন্টে টাকা পাঠাতে বলত।
তিনি বলেন, ‘তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি ছোরা, হাত-পা বাঁধার প্লাস্টিকের রশি, জিআই তার এবং প্লাস উদ্ধার করা হয়েছে।’
র্যাব-১ এর সিও তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃত শরিফুল ইসলাম সাগরের নামে পাঁচটি, হানিফের নামে একাধিক মামলা রয়েছে। সাগর এবং হানিফ ছিনতাইয়ের টাকায় জমি ক্রয়সহ অর্থ বিত্তের মালিক হয়েছে। ছিনতাইকারীরা নিজেদের ক্রয়কৃত গাড়ি ছাড়াও বিভিন্ন রেন্ট এর গাড়ি ব্যবহার করে।’