সোনারগাঁ : সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকায় কবিরাজের কথায় স্বামীকে অবিশ্বাস করে নাছরিন আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নাছরিন একই এলাকার জহিরুলের স্ত্রী। ময়নাতদন্ত শেষে রাতে নাছরিনের লাশ বাড়িতে আনা হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে দেড় বছরের প্রতিবন্ধী মেয়ে জান্নাতিকে নিয়ে জহিরুল ও তার স্ত্রী নাছরিন আক্তার চিকিৎসার জন্য আড়াইহাজারের জনৈক কবিরাজের কাছে যান।
এ সময় ধ্যানমগ্ন ওই কবিরাজ জহিরুলকে দেখে বলে সে অন্য জায়গায় বিয়ে করেছে।
এ কথা শুনে স্ত্রীর মাঝে সন্দেহ আরো ঘনিভূত হয়। পরে অভিমান করে নাছরিন বৃহস্পতিবার বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
এ সময় আত্মীয়স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাছরিনের মৃত্যু হয়।
এদিকে গৃহবধূ নাছরিনের পিতা নূর মো. জানায়, দীর্ঘদিন যাবৎ নাছরিনের স্বামী ও শাশুরী তাকে নির্যাতন করে আসছিল।
তবে তার স্বামী জহিরুল পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক জানায়, গৃহবধূ নাছরিনের আত্মহত্যার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান