ঢাকা : রাজধানীতে কৃষিবিদ মজিবর রহমানকে ছেলে মেয়ে গুমের হুমকি দিয়ে এক লক্ষ করে দুবারে মোট দু’লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ অজ্ঞাত চাঁদাবাজ চক্রের সদস্যরা।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, বাংলাদেশ পুলিশের অর্গানাইজ ক্রাইমের বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম।
গত ৫ সেপ্টেম্বের সকাল ১১ টার দিকে ০১৮৬৪ ১০৩২৭৫ নম্বর থেকে ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ওই অজ্ঞাতনামা ব্যক্তি তার প্রাণ নাশের হুমকি এবং তার ছেলে মেয়েদের অপহরণের হুমকি দেয়। নিরুপায় হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে সাগর নামের এক অজানা ব্যক্তির জন্যে খুলনায় এস এ পরিবহনের মাধ্যমে এক লক্ষ টাকা পাঠান।
পুনরায় ০১৮৬৪ ৩২০৯১২ নম্বর থেকে আরো লক্ষ টাকা দাবি করে। ওয়াহিদুল শেখ নামে এক ব্যক্তি খুলনা এস এ পরিবহন থেকে এ টাকা গ্রহণ করেন।
পরে তিনি বিষয়টি সিআইডিকে জানালে সিআইডির ট্রান ব্যাক স্কোয়াড এর সদস্যরা মাদারীপুরের রাজৈর থানায় অভিযান চালিয়ে ওয়াহিদুল শেখকে গ্রেফতার করে।
বুধবার তাকে গ্রেফতার করে সিআইডি ট্রান ব্যাক স্কোয়াডের সদস্যরা।
তিনি আরো জানান, এ ব্যাপারে রমনা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে এবং সংঘবদ্ধ চাঁদাবাজদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান