ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্নদের মৌখিক সাক্ষাৎকার শুরু হবে ১১ ডিসেম্বর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় একথা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সকল সদস্যবৃন্দ।
সভায় বলা হয়, ইউনিটসমূহে ১১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর এর মধ্যে ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৩ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-এ আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মসলেম উদ্দিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান