গাজীপুর : ঠিকাদার-কাউন্সিলরসহ সকলের সমন্বয়ের মাধ্যমে কাজের মান ঠিক রেখে গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র অধ্যাপক এম এ মান্নান।
বৃহস্পতিবার বিকেলে জিসিসির নগর ভবন অডিটোরিয়ামে ২০১৪-১৫ অর্থ বছরে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারদের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঠিকাদারদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে তত্ত্বাবধানে থাকা কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা এবং কাজের গুণগত মান ঠিক রাখা। কাজের মান ভাল হলে সিটি কর্পোরেশনের সুনামের সাথে আপনারাও জনগণ হিসেবে সুবিধাভোগী হবেন।’
কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। ঠিকাদারদের করা কাজের মান যাচাই করা জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব।
জিসিসির পূর্ত বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. আলেক বলেন, উন্নয়ন কাজের ধারাবাহিকতা ও মান বজায় রাখতে ঠিকাদার, কাউন্সিলর ও প্রকৌশলীদের সমন্বয়ে কাজ করতে হবে।
মেয়র অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জিসিসি সচিব আমিনুল ইসলাম, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সুলতান আহমেদ, আজিজুর রহমান, হোসনে আরা, নির্বাহী প্রকৌশলী ও মেয়রের একান্ত সচিব মো. মজিবুর রহমান কাজল প্রমুখ।