বরিশাল: শিক্ষক ও আবাসন সংকট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার দাবিতে বুধবার সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে স্বর্না মন্ডল, আখি, আদিব, ওবায়দুল, লীরা, কলি, পিষা খলিল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, বিভিন্ন দাবিতে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে সার্জেন্ট কামরুল, কনস্টেবল বেল্লালসহ তিনজন আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ১৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
প্রসঙ্গত, শিক্ষক ও আবাসন সংকট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শেবাচিমের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান