মো:রাসেল আহম্মাদ রিয়াদ : বিজয় দিবসকে কেন্দ্র করে BKC অথ্যাৎ বাংলাদেশ ক্রি্ড়া ফেডারেশনে Walton(Smart Phone)বিজয় দিবস উপলক্ষ্যে ২দিন ব্যাপী শরীরগঠন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই প্রতিয়োগীতায় সারা বাংলাদেশ থেকে অংশগ্রহনকারীরা অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিফেন্স সংসদীয় কমিটির চেয়ারম্যান অব: মেজর সুবেদ আলী ভূঁইয়া এম পি(সভাপতি বডিবিল্ডিং ফেডারেশন), Walton গ্রুপের পো্র্ট এম্বাসিডর জনাব এম এ ইকবাল সাহেব(সহ-সভাপতি বডিবিল্ডিং ফেডারেশন) এবং বডিবিন্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারী জনাব মো: নজরুল ইসলাম সাহেব।
বিচারকের দায়িত্ব পালন করেন জনাব মো: নজরুল ইসলাম সাহেব, জনাব মো: নাঈম সাহেব, জনাব মো: শাহাবুদ্দিন সাহেব আরো সম্মানীত ব্যক্তিবর্গ।
বডিবিল্ডিং ফেডারেশনের সেক্রেটারী জনাব মো: নজরুল ইসলাম বলেন বিভিন্ন প্রতিকুলতার মধ্যে দিয়ে তিনি এই প্রতিযোগীতার আয়োজন করেন। পাশাপাশি এই প্রতিযোগীতার কাজে ব্যয়কৃত টাকার একটা বড় অংশ প্রতিযোগীদের মাঝে দেয়ার ব্যবস্থা করেন এবং আগামীতে এই ভাবে কাজ করার প্রতিশ্রূতি দেন। বডিবিল্ডিংকে আরো জনপ্রিয় করে তোলার জন্য আগামীতে আরো নতুন নতুন কর্মসূচী গ্রহন করা হবে । সেই ধারাবাহিকতায় আগামী ৬ই ডিসেম্বর কুমিল্লা প্রপারে কৃতি বডিবিল্ডিারদের নিয়ে এক বডিবিল্ডিং শোয়োর আয়োজন করা হবে বলে জানান।
বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিফেন্স সংসদীয় কমিটির চেয়ারম্যান অব: মেজর সুবেদ আলী ভূঁইয়া বলেন মানুষের জীবনে শারীরিক সুস্থতা সবচাইতে বড়। শরীর সুস্থ থাকলে মস্তিস্ক সুস্থ থাকে আর মস্তিস্ক ভালো থাকলে শরীর ভালো থাকবে। তিনি আরো বলেন আমি সব সময় আপনাদের সাথে আছি এবং থাকবো। যে কোন সময় যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের সাথে পাবেন এবং এই বডিবিল্ডিং এর উন্নতির জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি Walton গ্রুপের পো্র্ট এম্বাসিডর জনাব এম এ ইকবাল বলেন Walton সব সময় বডিবিল্ডিং ফেডারেশনকে সহযোগীতা করে যাবে এবং জেলা ভিত্তিক ভাবে বডিবিল্ডিং প্রতিযোগীতার আয়োজন করার ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।