ঢাকা : রাজধানী ঢাকা শহরের সব অবৈধ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার রাতে হোটেল সোনারগাঁয়ে সোসাইটি অব নিউরোলজি বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক নিউরোলজি সেমিনার ২০১৪’ এ স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
তিনি বলেন, আমি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি যে যত দ্রুত সম্ভব মোহনার মতো ঢাকার সব অবৈধ হাসপাতাল বন্ধ করা হোক।
নাসিম বলেন, মোহনা হাসপাতালের ডাক্তারদের অবহেলার কারণে আমার খুব কাছের বন্ধু সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী মারা গেছেন।
মোহনা যেমন হাসপাতাল সেখানকার ডাক্তাররাও তেমন উল্লেখ করে তিনি বলেন, এসব ডাক্তারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দ্বীন মো. নুরুল হক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান